এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩

0
55
এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩

এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩: Poramorsho24 এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে।

এইচএসসি পরীক্ষার পৌরনীতি ২য় পত্র MCQ/নৈব্যক্তিক প্রশ্ন-উত্তর দেখতে পারবেন। আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবেন। আমরা প্রতি পরিক্ষার উত্তর দিয়ে যাচ্ছি তাই আপনারা ভিজিট করুন আমাদের এই পেজে তাহলে সব সমাধান পেয়ে যাবেন। এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩

এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩
এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩
এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩

পৌরনীতি ২য় পত্রের বহুনির্বাচনি সমাধান

১. বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন?
[ক] হাজী শরিয়তউল্লাহ
[খ] ফকির মজনু শাহ
[গ] দুদু মিয়া
[ঘ] তিতুমীর
উত্তর: [ঘ] তিতুমীর

◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তাঁর দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করার জন্য বেশিরভাগ সময়ই শাসকগোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে জেলজুলুম-নির্যাতন ভোগ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩।

২. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়?
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর: [ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের নেতার পার্থক্য হলো-
i. দেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদান
ii. বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান
iii. দেশের জন্য প্রাণ বিসর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

৪. কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়?
[ক] ১ আগস্ট, ১৯৪৭
[খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭
[গ] ১ আগস্ট, ১৯৪৮
[ঘ] ১ সেপ্টেম্বর, ১৯৪৮
উত্তর: [খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭

৫. উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কোন গণপরিষদ সদস্য?
[ক] খাজা নাজিম উদ্দিন
[খ] কাজী গোলাম মাহবুব
[গ] ধীরেন্দ্রনাথ দত্ত
[ঘ] সুরঞ্জিত সেন গুপ্ত
উত্তর: [গ] ধীরেন্দ্রনাথ দত্ত

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
মি. ই একটি প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান। তাঁকে সহযোগিতা করার জন্য দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন যার মধ্যে একজন মহিলা।

৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির নাম কী?
[ক] পৌরসভা
[খ] জেলা পরিষদ
[গ] ইউনিয়ন পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ
উত্তর: [ঘ] উপজেলা পরিষদ

৭. উক্ত প্রতিষ্ঠানটির কার্যকাল কত বছর?
[ক] ৫
[খ] ৭
[গ] ৩
[ঘ] ৪
উত্তর: [ক] ৫

৮. জাতীয় সংসদের সভাপতি কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] স্পিকার
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] ডেপুটি স্পিকার
উত্তর: [খ] স্পিকার

৯. কত সালে সর্বপ্রথম এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৫৮
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০
উত্তর: [গ] ১৯৫৯

১০. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? এইচএসসি পৌরনীতি ২য় পত্র বহুনির্বাচনি সমাধান ২০২৩।
[ক] দ্বাদশ
[খ] ত্রয়োদশ
[গ] চতুর্দশ
[ঘ] পঞ্চদশ
উত্তর: [ঘ] পঞ্চদশ

আরও পড়ুন

এইচএসসি পৌরনীতি ২য় পত্র প্র্রশ্নের সমাধান ২০২৩

এইচএসসি অর্থনীতি ২য় পত্রের বহুনির্বাচনি সমাধান ২০২৩

এইচএসসি অর্থনীতি ২য় পত্র পশ্নের সমাধান ২০২৩

এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নের সমাধান ২০২৩

এইচএসসি ইতিহাস ১ম পত্র [সকল বোর্ড] বহুনির্বাচনি সমাধান ২০২৩- HSC History

এইচএসসি ইতিহাস ১ম পত্র [সকল বোর্ড] প্রশ্নের সমাধান ২০২৩- HSC History

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here