এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩: poramorso24.com এর পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা রইল। আপনারা যারা পৌরনীতি ২য় পত্রের সাজেশন খুজতেছেন তাহলে ঠিক জায়গাতে এসেছেন নিচে পড়া গুলো ধয্য সহকারে পড়েন। আমাদের পরামর্শ24 এ ভিজিট করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের সমাধান দিয়ে যাচ্ছি। চাইলে হোম পেজ ভিজিট করুন ।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

এইচএসসি পরীক্ষা ২০২৩ এর তারিখ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাই অনেকে এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন বা কেউ এইচএসসি ইতিহাসের পিডিএফ সাজেশন খুজছেন। এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র [সকল বোর্ড] সাজেশন ২০২৩

আমরা আপনার কথা মাথায় রেখে এইচএসসি পৌরনীতি ২য় সাজেশন তৈরি করেছি। সাথে এইচএসসি এর ইতিহাসের পিডিএফ ও ডাউনলোড লিংক নিচে দিয়েছি। তাই আমাদের আর্টিকেলটি শেষপর্যন্ত পড়ুন।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সিলেবাস ২০২৩

এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। করোনা মহামারীর কারণে অধ্যায় কমিয়ে নিয়ে আসা হয়। সকল অধ্যায়গুলো ক্লাসে শেষকরা সম্ভপর হয়নি। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সে হিসাবে এইচএসসি পৌরনীতি ২য় পত্র এর সিলেবাসও কমিয়ে নিয়ে আসা হয়। আমরা সে অনুপাতে এইচএসসি পৌরনীতি ২য় পত্র সােজশন সাজিয়েছি। প্রথমে জেনে নেওয়া যাক কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে।

পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

আপনি কি এই পৌরনীতি ও সুশাসন ২য় পত্র mcq/নৈর্বেত্তিক সাজেশন ২০২৩ – HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৩ – HSC Civics 2nd paper mcq suggestion 2023 খুজছেন? তাহলে আজকের পোষ্ট আপনার জন্য। আজকের এই পোষ্টে আপনার সাথে আমরা পৌরনীতি ও সুশাসন ২য় পত্র mcq/নৈর্বেত্তিক সাজেশন ২০২৩ – HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৩ – HSC Civics 2nd paper mcq suggestion 2023 শেয়ার করব। চলুন শুরু করা যাক।

১. তানভীর ও রাশেদ দুই বন্ধু। তারা দু’জনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এই সব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। অন্যদিকে, রাশেদ সব সময় মুদ্রাব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট। তাই কলেজে তারা পছন্দমত বিষয় নির্বাচন করে। তানভীর ও রাশেদ পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করে লক্ষ করল বিষয় দু’টি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।

ক. রাষ্ট্র কী?
খ. শব্দগত অর্থে পৌরনীতি বলতে কী বোঝায়?
গ. তানভীর ও রাশেদ কোন দু’টি বিষয়ের প্রতি আগ্রহী? তোমার পাঠ্যবইয়ের আলোকে নির্ণয় কর।

২. ‘ক’ রাষ্ট্রের জনগণ জীবনধারণের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, ন্যায্য মজুরি প্রদান ও বেকারত্ব দূরীকরণ ইত্যাদি সুযোগ সুবিধা লাভের অধিকার সংরক্ষণ করেন। ফলে মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনে পূর্ণতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।

ক. আইন কী?
খ. মূল্যবোধ বলতে কী বোঝায়?
গ. ‘ক’ রাষ্ট্রের জনগণ কোন ধরনের স্বাধীনতা ভোগ করছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতাকে অর্থবহ করে বিশ্লেষণ কর।

৩. জনাব মঈনুদ্দীন ‘ক’ রাষ্ট্রের একজন সচেতন নাগরিক। তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তাঁর ওপর আরোপিত করও নিয়মিত প্রদান করে থাকেন। তিনি তাঁর এলাকার অন্যদেরও তার মতো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।

ক. জনমতের সংজ্ঞা দাও।
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কীভাবে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে?
গ. উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. রাষ্ট্রের অন্য নাগরিকরাও যদি উদ্দীপকের জনাব মঈনুদ্দীনের মত দায়িত্ব ও কর্তব্য পালন করে তাহলে সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।

৪. শিক্ষক ছাত্রদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে শ্রেণিকক্ষে একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ছাত্ররা এই নির্বাচনে জালালকে শ্রেণির নেতা হিসেবে নির্বাচিত করে। শিক্ষক মহোদয় ছাত্রদের কাছে জানতে চাইলেন, কেন তারা জালালকে নির্বাচিত করেছে। ছাত্ররা জানালো, জালালের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতা তাদেরকে আকৃষ্ট করেছে।

ক. রাজনৈতিক দল কী?
খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জালাল-এর নির্বাচিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে উল্লিখিত জালালের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

৫. বিলাশ একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।

ক. একনায়কতন্ত্র কী?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত সরকারগুলো একই পদ্ধতির সরকারের ভিন্নরূপ- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি সরকারের পার্থক্য বিশ্লেষণ কর।

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

৬. ভারতবর্ষে এমন এক জনগোষ্ঠী ছিল, যারা বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। তাদের মধ্যে আচার-আচরণ ও রাজনৈতিক চেতনায় সাদৃশ্য ছিল। তাই তারা নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে। পরবর্তীতে এক রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে। এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩।

ক. আধুনিক রাজনীতির প্রধান শক্তি কী?
খ. দেশপ্রেম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জাতীয়তার কোন উপাদানটি মুখ্য ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য একটি জনগোষ্ঠী থেকে আলাদা ভাবে’। -উক্তিটি কীসের পরিচয় বহন করে? বিশ্লেষণ করো।

৭. রাফি একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। কিন্ত বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে তার বাবার কাছে পরামর্শ চাইল। তিনি তার সন্তানকে সুনাগরিকের গুণাবলি অর্জন এবং নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার পরামর্শ দিলেন । তখন রাফি তার বাবাকে বলল, এ বিষয়ে অনার্স পড়ার তো কোনো সুযোগ নেই। রাফির বাবা বললেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের সাথে ঘনিষ্ঠতর একটি বিষয়ে অনার্স পড়ার সুয়োগ আছে।

ক. সুশাসন কী?
খ. আইনের শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে রাফির বাবা যে বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তার বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর -মন্তব্যটি বিশ্লেষণ কর।

৮. জনাব রহমান একজন প্রবীণ সংবাদকর্মী। তিনি একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠ করছিলেন। প্রবন্ধটিতে দেখা যায় ‘ক’ নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু অবকাঠামোগত উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, যথাযথ শিক্ষার অভাব ও স্বজনগ্রীতি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, ‘খ’ নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান।

ক. সুশাসন কী
খ. সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত যুক্তি দাও।
গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত রাষ্ট্র দুটির -শাসনব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো।

৯. হোগল ডাঙ্গা গ্রামে “সবুজ সংঘ’ নামে যুবকদের একটি সংগঠন আছে। উত্ত সংগঠনের একটি লিখিত নীতিমালা আছে! সংগঠনটির অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে নীতিমালাটি তৈরি করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিতিতে নীতিমালাটি | পরিবর্তনও করা যাবে। সবাই এই নীতিমালাটি অক্ষরে অক্ষরে পালন করে। সংগঠনের সদস্যদের মূল কাজ মানুষের মধ্যে নৈতিকতা জাগ্রত করা, অসহায় মানুষের সেবা করা ও সমাজে সাম্য প্রতিষ্ঠা করা।

ক. স্বাধীনতার সংজ্ঞা দাও।
খ. ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির কাজের সাথে সরকারের কোন বিভাগের সাদৃশ্য আছে? ব্যাখ্যা

এইচএসসি পৌরনীতি ২য় পত্র সাজেশন ২০২৩

আরও নিচের থেকে দেখুন গত পরিক্ষার সমাধান

পৌরনীতি ২য় পত্র সমাধান

এইচএসসি অর্থনীতি ২য় পত্রের বহুনির্বাচনি সমাধান ২০২৩

এইচএসসি অর্থনীতি ২য় পত্র পশ্নের সমাধান ২০২৩

এইচএসসি অর্থনীতি ১ম পত্র প্রশ্নের সমাধান ২০২৩

এইচএসসি ইতিহাস ১ম পত্র [সকল বোর্ড] বহুনির্বাচনি সমাধান ২০২৩- HSC History

এইচএসসি ভূগোল ২য় পত্র [সকল বোর্ড] পশ্নের সমাধান ২০২৩

About sujan

Check Also

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ HSC Routine 2025

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫| HSC Routine 2025 PDF Download

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫| HSC Routine 2025 PDF Download: পরীক্ষার্থী ও অভিবাবকদের অতি গুরুত্বপূর্ণ প্রথম …