এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩: কোর্সটিকায় প্রকাশিত ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্রের সৃজনশীল অংশের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো। আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ hsc ভূগোল mcq শর্ট সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

ভূগোল mcq সাজেশনের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ ১০০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পাবে। HSC ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩। এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩।

এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য। HSC ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩।

এইচএসসি ভূগোল MCQ শর্ট সাজেশন

নিচে এ বছরের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করে তোমার অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো ডাউনলোড করে নাও। HSC ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩।

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

ভূগোল ১ম পত্র ২য় অধ্যায় MCQ

১. ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
ক. শিলা
● ভূত্বক
গ. মৃত্তিকা
ঘ. প্রস্তর

২. হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. আগ্নেয় শিলায় গঠিত
খ. চ্যুতি-স্তূপ শ্রেণি
গ. জীবশ্ম পাওয়া যায় না
● ভাঁজবিশিষ্ট

৩. বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
ক. পঞ্চগড়
● নওগাঁ
গ. বরগুনা
ঘ. রাঙামাটি

৪. সিয়াল (SIAL) স্তর কোনটি?
ক. কেন্দ্রমণ্ডল
খ গুরুমণ্ডল
● অশ্মমণ্ডল
ঘ. বারিমন্ডল

৫. ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
ক. ক্ষয়জাত
● আগ্নেয়জাত
গ. পর্বত-মধ্যবর্তী
ঘ. মহাদেশীয় শিল্ডস

৬. হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
● আগ্নেয়
খ. জঙ্গিল
গ. গম্বুজ
ঘ. ক্ষয়জাত

৭. স্রোতজ সমভূমি কোনটি?
ক. মেঘনা অববাহিকা
খ. যমুনার চরাঞ্চল
গ. ফরিদপুর অঞ্চল
● সুন্দরবন অঞ্চল

৮. পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
● এশিয়া

৯. জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক. জঙ্গিল
খ. ক্ষয়জাত
● সঞ্চয়জাত
ঘ. ল্যাকোলিথ

১০. বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
র. রাঙ্গামাটিতে
রর. ময়মনসিংহে
ররর. শেরপুরে

নিচের কোনটি সঠিক
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় MCQ


১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
● তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে

২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
● অক্সিডেশন
খ. সলিউশন
গ. কার্বনেশন
ঘ. হাইড্রেশন

৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে
খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে
● মানস সরোবরে

৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম

৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড
খ. খরস্রোত
● জলপ্রপাত
ঘ. গিরিখাত

৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?
ক. ৫
● ৭
গ. ৯
ঘ. ১১

৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি
খ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমি
● পাহাড়ি ভূমি

আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে। HSC ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩।
উপরের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

৮. উদ্দীপকের প্রক্রিয়াটি-
ক. নগ্নীভবন
● বিচূর্ণীভবন
গ. ক্ষয়ীভবন
ঘ. অপসারণ

৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
র. অণুজীব
রর. কীটপতঙ্গ
ররর. জীবজন্তু

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
র. প্রশস্ত হয়
রর. গভীর হয়
ররর. সংকীর্ণ হয়

নিচের কোনটি সঠিক?
● র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩
এইচএসসি ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩

ভূগোল ১ম পত্র ৪র্থ অধ্যায় MCQ

১. ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি
খ. বেতার তরঙ্গের প্রতিফলন
গ. অতি বেগুনি রশ্মি শোষণ
● উচ্চতা বৃদ্ধির সাথে তাপের হ্রাস

২. সৌরপর্দা বলা হয় কোন স্তরকে?
● ওজোন
খ. নাইট্রোজেন
গ. হিলিয়াম
ঘ. হাইড্রোজেন

৩. বায়ুদূষণের কারণ হলো
র. গাছপালা আগুনে পোড়ানো
রর. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
ররর. প্রাকৃতিক গ্যাস উত্তোলন

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৪. বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত?
ক. ১৫
খ. ১৭
গ. ১৯
● ২১

৫. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হলো
র. বনায়ন কার্যক্রম জোরদার করা
রর. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
ররর. যানবাহন নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

৬. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

৭. কোনটি বায়ুদূষণের স্থির উৎস নয়?
ক. রেফ্রিজারেটর শিল্প
খ. তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
গ. শিল্প প্রক্রিয়াকরণ
● পরিবহন স্থল, জল ও আকাশপথে

৮. বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও বিভিন্ন গ্যাসের অনুপাত যেখানে প্রায় সমান থাকে তাকে কী বলে?
● সমমণ্ডল
খ. বিষমমণ্ডল
গ. ওজোননাস্ফিয়ার
ঘ. মেসোস্ফিয়ার

৯. উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম?
● ট্রপোস্ফিয়ার
খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার

১০. কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের ৯৯ ভাগ স্থান দখল করে আছে?
ক. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
গ. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন ও আরগন

ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় MCQ

১. সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি?
ক. স্তর
● পালক
গ. স্তূপ
ঘ. পুঞ্জ

২. বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ-
র. অক্ষাংশগত অবস্থান
রর. প্রাণিকুলের আধিক্য
ররর. উচ্চতার প্রভাব

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৩. বায়ুতে কীসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে?
● জলীয়বাষ্প
খ. কুয়াশা
গ. মেঘ
ঘ. তুষার

৪. কোনটি আবহাওয়ার উপাদান নয়?
ক. বায়ুর তাপ
খ. আর্দ্রতা
● অক্ষাংশ
ঘ. বৃষ্টিপাত

৫. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের নাম
● অয়ন বায়ু
খ. মৌসুমি বায়ু
গ. মেরু বায়ু
ঘ. পশ্চিমা বায়ু

৬. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য-
র. উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
রর. দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
ররর. বাণিজ্য বায়ু বলা হয়

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর

৭. আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কী বলে?
● জলবায়ু
খ. বায়ুর তাপ
গ. বায়ুর চাপ
ঘ. বায়ুর আর্দ্রতা

৮. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
ক. বৃষ্টিপাত
খ. ঘনীভবন
● বায়ুর আর্দ্রতা
ঘ. বায়ুর চাপ

৯. নিয়ত বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫

১০. দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে-
● বৃষ্টিপাত সংঘটিত হয়
খ. বৃষ্টিপাত সংঘটিত হতে পারে না
গ. শীত অনুভূত হয়
ঘ. গরম অনুভূত হয়

ভূগোল ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ

১. ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণিবিভাগ প্রকাশ করেন?
● ১৯০১
খ. ১৯১৮
গ. ১৯৩১
ঘ. ১৯৩৬

২. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বলে?
ক. বাণিজ্যিক
খ. সাময়িক
গ. স্থানীয়
● মৌসুমি

৩. ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি?
● বৃষ্টিবহুল শীতকাল এবং বৃষ্টিহীন গ্রীষ্মকাল
খ. বৃষ্টিবহুল গ্রীষ্মকাল এবং বৃষ্টিহীন শীতকাল
গ. নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত
ঘ. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তিত হয়

৪. নিচের কোনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
● দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা
খ. বলকান উপদ্বীপ যুগোশ্লাভিয়ার পশ্চিম ও দক্ষিণাংশ
গ. দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কেপটাউন
ঘ. মাদাগাস্কার দ্বীপ পূর্ব আফ্রিকার উপকূল অঞ্চল

৫. মৌসুমি জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়?
ক. ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
● ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৬. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়?
● ৫° থেকে ১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
খ. ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৩০° থেকে ৪০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৩° থেকে ৬৬° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

৭. আবহাওয়ার কত দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক. ১০ থেকে ২০ বছরের
খ. ১৫ থেকে ২৫ বছরের
গ. ২০ থেকে ৩০ বছরের
● ৩০ থেকে ৪০ বছরের

৮. নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়?
ক. সকালে
খ. দিনের মধ্যভাগে
গ. সন্ধ্যায়
● রাতে

৯. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন?
ক. দিনের শুরুতে
খ. দিনের শেষ ভাগে
● দুপুরের পর
ঘ. মধ্যরাতে

১০. নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় কখন?
ক. মার্চ মাসে
খ. মে মাসে
● জুন মাসে
ঘ. সেপ্টেম্বর মাসে

ভূগোল ১ম পত্র ৮ম অধ্যায় MCQ

১. উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত-
র. বেগুয়েলা স্রোত
রর. উপসাগরীয় স্রোত
ররর. সুমেরু স্রোত

নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর

২. কোন স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে পুনরায় সেখানে মুখ্য জোয়ার শুরু হবে?
ক. ৬ ঘ. ১৩ মি.
খ. ১২ ঘ, ২৬ মি.
গ. ১৬ ঘ, ৩৯ মি.
● ২৪ ঘ. ৫২ মি.

৩. মুখ্য জোয়ার সংঘটিত হয় পৃথিবীর কোন অবস্থানের দিকে?
ক. সূর্য যে পার্শ্বে থাকে
খ. সূর্যের বিপরীত পার্শ্বে
● চন্দ্র যে পার্শ্বে থাকে
ঘ. চন্দ্রের বিপরীত পার্শ্বে

৪. তেজকটাল সংঘটিত হয়-
র. অমাবস্যায়
রর. পূর্ণিমায়
ররর. অষ্টমী তিথীতে

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর

৫. জোয়ার ভাটা সংঘটনের প্রধান কারণ-
ক. মহাকর্ষ শক্তি
খ. কেন্দ্রাতিক শক্তি
গ. সূর্যের আকর্ষণ
● চন্দ্রের আকর্ষণ

৬. উষ্ণ যোত কোনটি?
ক. কুমেরু স্রোত
খ. পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
গ. ল্যাব্রাডার স্রোত
● গিনি স্রোত

৭. সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
● বায়ুপ্রবাহ
খ. পৃথিবীর আবর্তন গতি
গ. উষ্ণতার তারতম্য
ঘ. স্থলভাগের অবস্থান

৮. অষ্টমী তিথিতে কোন জোয়ার দেখা যায়?
ক. মুখ্য জোয়ার
খ. গৌণ জোয়ার
● মরা কটাল
ঘ. তেজকটাল

৯. চন্দ্র ও সূর্যের জোয়ার উৎপাদন করার ক্ষমতার অনুপাত কত?
ক. ১১ : ৪
● ১১ : ৫
গ. ১১ : ৬
ঘ. ১১ : ৭

১০. ভারত মহাসাগরীয় স্রোত কোনটি?
ক. ক্যানারী
খ. ইরমিনজার
গ. বাহামা
● আগুলহাস

শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। hsc ভূগোল mcq শর্ট সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে। HSC ভূগোল ১ম পত্র MCQ সাজেশন-২০২৩।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *