এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩: প্রতি নিয়ত আমরা আপনাদের সাথে থেকে এসএসসি পরিক্ষার প্রশ্নের সমাধান দিয়ে থাকবো । কিছুক্ষণের মধ্যে আজকের আপডেট দিয়ে দিবো তাই আমাদের পেজটির সাথেই থাকুন।

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

আপনারা এখান থেকেই এসএসসি ২০২৩ এর সকল সমাধান পেয়ে যাবেন।

১. ‘আমার পরিচয়’ কবিতায় ফুটে উঠেছে বাংলার—

i. ইতিহাস

ii. ঐতিহ্য

iii. সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. ‘সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই—এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে—

i. বাঙালিরা সবাই মহানুভব

ii. ধর্ম–বর্ণ–গোত্রে সৌহার্দ্যের বন্ধন

iii. সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে পরিচয় পাওয়া যায়—

i. কৈবর্ত বিদ্রোহ

ii. ব্রিটিশবিরোধী আন্দোলন

iii. অসাম্প্রদায়িক চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ঘ. i, ii ও iii

৪. কবি ‘লাল রাজপথ’ বলতে যা বোঝাতে চেয়েছেন, তা হলো—

i. ভাষা আন্দোলনে রঞ্জিত রাজপথ

ii. মাতৃভাষার জন্য বাঙালি জাতির ত্যাগ

iii. বাংলার রাজপথের রং নির্দেশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

বিঃদ্রঃ ২০২৩ সালের এসএসসি বাংলা ১ম পত্র পশ্নের উত্তর খুব শীঘ্রই প্রকাশ করতেছি আমাদের সাথেই থাকুন ।

৫. ‘আলপথ’ শব্দটির অর্থ কী?

ক. বাড়ির সামনের পথ

খ. জমির সীমানার পথ

গ. পলিমাটি নির্মিত পথ

ঘ. গ্রামের মেঠোপথ

৬. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দশন কী?

ক. কমলার দীঘি খ. মহুয়ার পালা

গ. চর্যাগীতি ঘ. অগ্নি–বীণা

৭. ‘চর্যাপদ’ কী?

ক. বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নির্দশন

খ. প্রাচীন নাটক

গ. প্রথম সার্থক উপন্যাস

ঘ. একটি সংস্কৃত প্রবন্ধ

৮. চর্যাপদের পাণ্ডুলিপি কে আবিষ্কার করেন?

ক. বসন্তরঞ্জন রায়

খ. হরপ্রসাদ শাস্ত্রী

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ

ঘ. সুনীতিকুমার

৯. ‘কমলার দীঘি’ কী?

ক. কাব্যগ্রন্থ খ. লোককাহিনি

গ. চিত্রজল ঘ. উপন্যাস

10. বাঁশের কেল্লা তৈরি করেন কে?

ক. ক্ষুদিরাম

খ. সূর্য সেন

গ. হাজী শরীয়তউল্লাহ

ঘ. তিতুমীর

এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩

সঠিক উত্তর

আমার পরিচয়: ১.ঘ ২.গ ৩.গ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.ঘ

এই ধরনের আরও পোষ্ট পেতে আমাদের poramorso24.com নিয়মিত ভিজিট করুন । ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ।

About sujan

Check Also

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫ HSC Routine 2025

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫| HSC Routine 2025 PDF Download

এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৫| HSC Routine 2025 PDF Download: পরীক্ষার্থী ও অভিবাবকদের অতি গুরুত্বপূর্ণ প্রথম …