এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪: আশা করি সকলে ভালো আছেন সকল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি বরাবরের মতো নতুন একটি নিবন্ধন। আমাদের নিবন্ধনের আজকের আলোচ্য বিষয় হতে চলেছে এসএসসি ২০২৪ বিজ্ঞান নৈব্যক্তিক অর্থাৎ বহুনির্বাচনী পরীক্ষার প্রশ্ন সমাধান। আপনারা অবগত রয়েছেন যে.১৫ই ফ্রেব্রুয়ারি ২০২৪ এবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল যার ভিত্তিতেই আজকে অনুষ্ঠিত হয় মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

উক্ত বিষয়ের পরীক্ষা শেষে সকল বোর্ডের প্রশ্ন সমাধান সংগ্রহ করে ক খ গ ঘ সেটের প্রশ্নপত্র প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা যারা উক্ত পরীক্ষার প্রার্থী রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই নিবন্ধনটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখতে আর দেরি না করে আমাদের নিবন্ধটি মনোযোগ সহকারে এ টু জেড পড়ে নিন।

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪
এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান

এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২৪

ঢাকা বোর্ডের বাংলা ২য় পত্র সমাধান ২০২৪

১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

উত্তরঃ (ক) চার

২। ‘চিক চিক করে বালি কোথা নাই কাদা’— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ-রূপে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (খ) ক্রিয়া বিশেষণ

৩। পূরণবাচক সংখ্যা কোনটি?

উত্তরঃ (ঘ) দশম

৪। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?

উত্তরঃ (গ) ফারসি

৫। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ (ঘ) বহুব্রীহি

৬। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?

উত্তরঃ (ক) পাটি

৭। বাংলা উপসর্গ মােট কতটি?

উত্তরঃ (ঘ) ২১টি

৮। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) মনমাঝি

৯। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? — এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ঘ) অপাদানে সপ্তমী

১০। কৃৎ প্রত্যয়–সাধিত পদকে কী বলে?

উত্তরঃ (গ) কৃদন্ত পদ

১১। ‘ডাক্তার ডাক’। বাক্যে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ক) কর্মে শূন্য

১২। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি।

১৩। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

উত্তরঃ (ক) তিনটি

১৪। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ (গ) অর্থের কু প্রভাব

১৫। ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তরঃ (ঘ) কর্মবাচ্য

১৬। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ–সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

উত্তরঃ (গ) সর্বনাম

১৭। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

উত্তরঃ (খ) ধ্বনি বিপর্যয়

১৮। ওষ্ঠ ধ্বনি কোনগুলাে?

উত্তরঃ (গ) প ফ ব ভ ম

১৯। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?

উত্তরঃ (খ) একাদশ

২০। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?

উত্তরঃ (খ) ঐ ঔ

২১। উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কী বলে?

উত্তরঃ (ক) বিপ্রকর্ষ

২২। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

উত্তরঃ (গ) সন্ধি

২৩। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?

উত্তরঃ (ক) সন্দেশ

২৪। ‘তার মঙ্গল হােক।’ বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?

উত্তরঃ (ক) আকাঙ্ক্ষা

২৫। হাট–বাজার কোন শব্দ যােগে সাধিত দ্বন্দ্ব সমাস?

উত্তরঃ (খ) সমার্থক

২৬। বিশেষ্য পদ কত প্রকার?

উত্তরঃ (গ) ছয়

২৭। ‘সীমার মাঝে অসীম তুমি।’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

উত্তরঃ (খ) মধ্যে

২৮। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

উত্তরঃ (ঘ) পদ

২৯। অনুসর্গ কোনগুলো?

উত্তরঃ (ক) অবধি, হেতু

৩০। বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

উত্তরঃ (খ) ডিঙা

এসএসসি পরীক্ষা ২০২৪ বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড। MCQ বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান এখান থেকে দেখুন। ভিজিট করুন এসএসসি পরীক্ষা ২০২৪ এর বাংলা প্রথম পত্র প্রশ্নের সঠিক উত্তর।

১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে । আপনি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং আজকের পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন, তাহলে আপনারা এখান থেকে প্রশ্নের সঠিক সমাধান দিতে পারবেন ।

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধরা। আজ তোমারা আমাদের এই পোস্টের মাধ্যমে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বাংলা ২য় পত্র পত্রের ১০০% সঠিক বহুনির্বাচনি (mcq) দেখলে। আমার এই ওয়েব সাইটের মাধ্যমে তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৩ সালের সকল পরিক্ষার বহুনির্বাচনি উত্তর আমাদের এই সাইটে প্রকাশ করেছি এবং পরবর্তী পরিক্ষা এমসিকিউ গুলোর সমধান গুলোও প্রকাশ করবো।

তাই আমার এই ওয়েব সাইটে তোমার তোমাদের এসএসসি পরীক্ষার প্রতিটি পরিক্ষা শেষ হবার পড়ের এই সাইটটি প্রতিদিন ভিজিট করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।