এসএসসি ২০২৩ অর্থনীতি বহুনির্বাচনি সমাধান | SSC Economic MCQ Solution 2023 : প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। তোমাদের সবার জন্য শুভ কামনা। আসা করি সবাই ভালো আছেন। তোমাদের ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৩০/০৪/২০২৩ খ্রি. তারিখ রবিবার থেকে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে (ব্যবহারিক বিষয় বাদে) ২৩/৫/২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার । তাই আমরা তোমাদের সকল এসএসসি পরীক্ষার বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা ২০২৩ শেয়ার করবো। আসা করি পরীক্ষা শেষ হবার সাথে সাথে নৈব্যক্তিক উত্তরমালা ২০২৩ মিলিয়ে নিতে পারবেন।
এসএসসি ২০২৩ অর্থনীতি বহুনির্বাচনি সমাধান | SSC Economic MCQ Solution 2023
অধ্যায় ১
৩১. মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?
ক. অর্থের মূল্য কমে
খ. অর্থের মূল্য বাড়ে
গ. জীবনযাত্রার মান বাড়ে
ঘ. দ্রব্যমূল্য কমে
৩২. বেকারত্ব কমলে কী ঘটে?
ক. মুদ্রাস্ফীতি কমে
খ. মুদ্রাস্ফীতি বাড়ে
গ. দ্রব্যমূল্য বৃদ্ধি পায়
ঘ. দ্রব্যমূল্য কমে যায়
৩৩. জাতীয় আয় ও জাতীয় ব্যয়ের মধ্যে কী বিদ্যমান থাকে?
ক. চক্রাকার প্রবাহ
খ. আয়তাকার প্রবাহ
গ. নিট আয়
ঘ. বর্গাকার প্রবাহ
৩৪. বাজারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের দরকার হয় —
i. পরিবেশদূষণ রোধে
ii. দুর্নীতি কমাতে
iii. চাহিদা পূরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। কেননা —
i. মানুষ প্রান্তিক সুবিধা–অসুবিধার কথা ভাবে
ii. উপযোগ পেলে বেশি উৎপাদন করা যায়
iii. প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. অর্থনীতির প্রতিটি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে —
i. উৎসাহ
ii. প্রান্তিক চিন্তা
iii. প্রণোদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন — এগুলো কী ধরনের সমস্যা?
ক. উৎপাদনগত খ. বিনিময়গত
গ. নির্বাচনগত ঘ. বণ্টনগত
৩৮. কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, এ সমস্যা সমাধানের পর কোন প্রশ্নটি আসে?
ক. কীভাবে উৎপাদন করা হবে
খ. কার জন্য উৎপাদন করা হবে
গ. কী দামে বিক্রি হবে
ঘ. কাদের মধ্যে বণ্টন হবে
৩৯. কোন পদ্ধতিতে আপেক্ষিক চাহিদার ওপর উৎপাদনের বিন্যাস নির্ভর করে?
ক. নির্দেশমূলক পদ্ধতি
খ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি
গ. বাজার পদ্ধতি
ঘ. বৈজ্ঞানিক পদ্ধতি
৪০. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত?
ক. ধনতান্ত্রিক
খ. মিশ্র অর্থনীতি
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি অর্থনীতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.ক ৩৯.গ ৪০.গ
এসএসসি অর্থনীতি MCQ/নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর ২০২৩
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই পোস্টে তোমাদের ১৭ মে অনুষ্ঠিত এসএসসি অর্থনীতি বহুনির্বাচনি উত্তরমালা/সমাধান শেয়ার করবো। আসা করি এসএসসি অর্থনীতি বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা/সমাধান ২০২৩ (সকল বোর্ড) এর এখানে পেয়ে যাবেন। আপনার কাংখিত বোর্ডের উপরে ক্লিক করে এসএসসি অর্থনীতি বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা/সমাধান ২০২৩ কালেক্ট করে নিবেন।
এসএসসি ২০২৩ অর্থনীতি বহুনির্বাচনি (MCQ) উত্তরমালা/সমাধান | SSC Economic MCQ Solution 2023
এসএসসি অর্থনীতি সাজেশন ২০২৩ বিষয়: অর্থনীতি।এসএসসি পরীক্ষা সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন।
বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।
৩০ এপ্রিল শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে এসএসসির লিখিত পরীক্ষা। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। আর ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। ২৫ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ৫ জুন থেকে ১৫ জন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন।
এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।
মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এই ধরনের আরও পোষ্ট পেতে আমাদের poramorso24.com নিয়মিত ভিজিট করুন । ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ।
আরও পড়ুন
- যশোর বোর্ড এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান 2023 | Jessore Board SSC 2023…
- এসএসসি ২০২৩ সকল বোর্ডের ভূগোল ও পরিবেশ প্রশ্নের সমাধান | SSC 2023 Geography solution
- এসএসসি ২০২৩ ভূগোল ও পরিবেশ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC 2023 MCQ Answer
- এসএসসি ২০২৩ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | SSC Exam 2023 question and answer
- এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩