জেলা পরিষদ কার্যালয় নিয়োগ ২০২৩: জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। জেলা পরিষদ হল বাংলাদেশ এর স্থানীয় সরকার ব্যবস্থার একটি একক যা রাষ্ট্রে বিদ্যমান তিন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার জেলা পর্যায়ে কাজ করে। জেলা পরিষদের প্রধান হলেন জেলা পরিষদ চেয়ারম্যান। এই সংস্থা ৮টি খাত নিয়ে কাজ করে। জেলা পরিষদ কার্যালয় নিয়োগ ২০২৩ দেখে আজই আবেদন করুন। আমরা প্রতিনিয়ত এই পেজটি আপডেট করে থাকি সুতরাং সাথেই থাকুন ধন্যবাদ।
বান্দরবান পার্বত্য জেলার আয়তন ৪৪৭৯.০৪ বর্গ কিলোমিটার ও লোকসংখ্যা ৪,০৪,০৯৩ জন। দীর্ঘ ও গৌরবময় ইতিহাস। সুদূর অতীতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে ত্রিপুরা রাজ ও আরাকান রাজের মধ্যে দ্বন্দ্ব চলার ফলে অঞ্চলটি বহুবার হাত বদল হয়। প্রাচীন কালে পার্বত্য অঞ্চলসহ চট্টগ্রাম ছিল বাংলার হরিকেল জনপদ এর অর্ন্তভূক্ত। পার্বত্য চট্টগ্রামে কোন উপজাতীয় বসতি গড়ে উঠেনি ৫৯০ খ্রিঃ পার্বত্য ত্রিপুরা রাজ বংশ এর প্রতিষ্ঠাতা জুযা রুপা (বীর রাজা) আরাকান রাজাকে পরাজিত করে তার দুই ভাই উদয়গিরি কিলাই ও মংলাইকে পার্বত্য চট্টগ্রামে প্রেরণ করেন।
নিয়ােগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৬/০৪/২০২১ তারিখের ৭৬৮ নং স্মারকে ১ জন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরী ও ১ জন অফিস সহায়ক এবং ৩০/০৯/২০২১ তারিখের ২০৬০ নং স্মারকে ১ জন নিম্নমান সহকারী-কামমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর শূন্য পদে লােক নিয়ােগের প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিচে বিস্তারিত দেখুন।
জেলা পরিষদ কার্যালয় নিয়োগ ২০২৩
- সময়সীমাঃ ২০ এপ্রিল ২০২৩
- পদসংখ্যাঃ ২২ টি
District Council Job Circular 2023
তারা মাতামুহুরী নদীর দক্ষিণে পাহাড়ে বসবাস করতে থাকে ৯৫৩ খ্রিঃ আরাকান রাজ সুলা সান্দ্র চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আবার দখল করে নেন। ১২৪০ খ্রিঃ ত্রিপুরা রাজা পুনরায় এটিকে উদ্ধার করেন। পরে সুলতানী আমলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অংশ বিশেষ ক্রমান্বয়ে সুলতান ফকরুদ্দীন মুবারক শাহ্ (১৩৩৮-১৩৪৯), সুলতান জালাল উদ্দিন মুহামমদ শাহ্ (১৪১৮-১৪৩১), সুলতান ইলিয়াস শাহ্ (১৪৫৯-১৪৭৪), সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ (১৪৯৩-১৫১৯) শাসনাধীন ছিল।
উপজেলা
- বান্দরবান সদর
- লামা
- আলীকদম
- নাইক্ষ্যংছড়ি
- রোয়াংছড়ি
- রুমা
- থানচি
ইউনিয়ন
- বান্দরবান সদরঃ বান্দরবান সদর, কুহালং, সুয়ালক, টংকাবতী, রাজবিলা
- লামা আজিজনগরঃ লামা, গজালিয়া, সরই, রুপসীপাড়া, ফাসিঁয়াখালী, ফাইতং
- আলীকদমঃ আলীকদম, চৈক্ষ্যং, নয়াপাড়া, কুরুকপাতা
- নাইক্ষ্যংড়িঃ নাইক্ষ্যংছড়ি, বাইশরী, দোছড়ী, ঘুমধুম, সোনাইছড়ি
- রুমা পাইন্দুঃ রুমা সদর, রেমাক্রী প্রাংসা, গালেংগ্যা
- রোয়াংছড়িঃ রোয়াংছড়ি, তারাছা, নয়াপতং, আলেক্ষ্যং
- থানচিঃ থানচি, রেমাক্রী, তিন্দু, বলিপাড়া
সময়শেষ হওয়া কিছু নিয়োগ সার্কুলার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয় নিয়োগ ২০২৩
- সময়সীমাঃ ২০ জানুয়ারি ২০২৩
- পদ সংখ্যাঃ বিজ্ঞপ্তি দেখুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ০১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখের ৪৬.০০.০০০০.০৪২.১১.০০৪.১৭.১৭১৫নং স্মারকের ছাড়পত্র মােতাবেক জেলা পরিষদ, ব্রাহ্মন্দাড়িয়ায় নিম্নবর্ণিত শুন্য পদসমূহ পূরণের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। গ্রেড ও বেতন স্কেল | ক্রমিক পত্রে নাম। পদের সংখ্যা। প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া এর বরাবরে আগামী ২০ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে ডাকযােগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবেনা। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য নয়। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অধিকন্তু আবেদনপত্রে কোন সুপারিশ থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য ।
আরও পড়ুন