যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩ | Jashore board SSC Bangla 1st paper: প্রতি নিয়ত আমরা আপনাদের সাথে থেকে এসএসসি পরিক্ষার প্রশ্নের সমাধান দিয়ে থাকবো । কিছুক্ষণের মধ্যে আজকের আপডেট দিয়ে দিবো তাই আমাদের পেজটির সাথেই থাকুন।
আপনারা এখান থেকেই এসএসসি ২০২৩ এর সকল সমাধান পেয়ে যাবেন।
যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
যশোর বোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষার সকল শিক্ষার্থীদের জন্য আমাদের ওয়েবসাইটে একটা সুন্দর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হলো সকল পরীক্ষার প্রশ্নপত্র সমাধান টি আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি, তার ফলে সকল শিক্ষার্থীরা তাদের প্রশ্নপত্র সমাধানটি খুব সহজে মিলিয়ে নিতে পারবে।
যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৩
সেট : খ
১। পাহাড়পুরের বৌদ্ধবিহার কে আবিষ্কার করেছেন?
উত্তর: (খ) স্যার কানিংহাম ✅
২। “আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে।”— এখানে ‘জয়বাংলার বজ্রকণ্ঠ’ বলতে বোঝানো হয়েছে বাঙালির
উত্তর: (ঘ) ঐক্য ও সংহতির শক্তি। ✅
৩। “তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, ” “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতার এই পঙ্ক্তিতে ‘তরী’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: (খ) ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মঞ্চ ✅
8। মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?
(খ) মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে ✅
(গ) গ্রামের সকলের স্নেহভাজন হওয়ায়
(ঘ) দৃঢ়চেতা স্বভাবের পরিচয় পেয়ে
উত্তর: (খ) মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে
৫ । “বুকের ভেতরের চমৎকার নকশা করা রঙিন বাক্স” বুধার মধ্যে—-
উত্তর: (ক) স্বাধীনতার স্বপ্ন তৈরি করে ✅
(খ) সংগ্রামের উদ্দীপনা তৈরি করে
(গ) প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়
(ঘ) দুঃখবোধ জাগিয়ে তুলে
৬। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “রাইফেল রোটি আওরাত” কার
রচনা?
উত্তর: (ঘ) আনোয়ার পাশা ✅
৭। “বুঝতে পারছি, সবার বদান্যতার পরীক্ষা চলছে”
হাশেমের এমন বক্তব্য প্রকাশ পেয়েছে–
I. বহিপীর তাহেরা হাশেমের সম্পর্ক মেনে নিয়েছেন
ii. তাহেরা বহিপীরের সঙ্গে যেতে রাজি
iii. হাতেম আলি তাদের অসম বিয়ের সমর্থন দিচ্ছেন না
নিচের কোনটি সঠিক?
উত্তর: (ক) i ও ii ✅
(খ) ii ও iii
(খ) I ও iii
(ঘ) i, ii ও iii
৮। “কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে”—বহিপীর এ উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছেন?
(খ) তাহেরা
(ঘ) হাতেম আলি
(ঘ) কেদার রায়
উত্তর:
উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও :
‘ব্রত তাহার পরের হিত সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।’
৯। উদ্দীপকে ‘রানার’ কবিতার কোন বিষয়টি ফুটে ওঠেছে?
(ক) সময়ানুবর্তিতা
(গ) উদারতা
(খ) দেশপ্রেম
(ঘ) দায়িত্বশীলতা ✅
উত্তর: (ঘ) দায়িত্বশীলতা
১০ । তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে এমন ধারণা
কার?
(ক) বহিপীরের
(খ) খোদেজার
(গ) হাশেমের
(ঘ) হাতেম আলির
উত্তর:
১১। ‘কপোল’ শব্দের অর্থ কী?
উত্তর: (গ) গাল ✅
১২। সুভা কখন নদীতটে শষ্পশয্যায় লুটিয়ে পড়ে?
(ক) পূর্ণিমা রাতে
(গ) শুষ্কাদ্বাদশী রাতে ✅
(খ) তৃতীয়া চতুর্দশীতে
(ঘ) বিজয়া দশমীতে
উত্তর: (গ) শুষ্কাদ্বাদশী রাতে
১৩। “কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস?”—প্রতাপের এই কথায় সুভার দুঃখ পাওয়ার কারণ কী?
(ক) অবহেলা
(গ) বিচ্ছেদ ✅
(খ) নিষ্ঠুরতা
(ঘ) প্রতারণা
উত্তর: (গ) বিচ্ছেদ
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
রিমা একজন সচেতন মা। তাঁর একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি আনুকে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন।
১৪। ‘বইপড়া’ প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয় ?
(ক) আনুকে যথার্থ শিক্ষিত করা ✅
(খ) আনুর জ্ঞান পরিপূর্ণ করা
(গ) আনুর পরীক্ষার ফল ভালো করা
(ঘ) আনুকে সকল বিষয়ে পারদর্শী করা
উত্তর: (ক) আনুকে যথার্থ শিক্ষিত করা
১৫। ‘বইপড়া’ প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত
হলে আনু—
I. স্বশিক্ষিত হবে
ii. নিষ্কর্মার দলভুক্ত হবে
iii. আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও iii ✅
(ঘ) i, ii ও iii
উত্তর: (গ) i ও iii
১৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদ
এর প্রকৃত নাম কী?
(ক) হাসান ইমাম ✅
(গ) আবদুল জব্বার
(খ) আলী যাকের
(ঘ) কামরুল হাসান
উত্তর: (ক) হাসান ইমাম
১৭। “শিক্ষা ও মনুষ্যত্ব” প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য
প্রয়োজন—
I. জীবসত্তার ঘরটির শৃঙ্খলা নিশ্চিত করা
ii. মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া
iii. অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(গ) iii
(খ) ii
(ঘ) i ও ii ✅
উত্তর: (ঘ) i ও ii
১৮। ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক হিসেবে বিবেচনা করা
হয় কাকে?
(ক) এইচ.জি. ওয়েলস্
(খ) এডগার অ্যালান পো ✅
(গ) উলিয়াম শেক্সপীয়ার
(ঘ) সমারসেট মম
উত্তর: (খ) এডগার অ্যালান পো
১৯। ছাগীদুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করলেন কে?
(ক) হযরত ওমর (রা.)
(গ) আবু মা’বদ
(খ) বিবি খাদিজা (রা.)
(ঘ) উম্মে মা’বদ ✅
উত্তর: (ঘ) উম্মে মা’বদ
২০ । সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহম্মদ (স.) শত্রুর দ্বারা
আক্রান্ত হলেও তাঁর মধ্যে প্রকাশ পেয়েছে—
I. অবিচল ধৈর্য
Ii. ক্ষমা করার ঔদার্য
iii. তীক্ষ্ম দূরদর্শিতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(গ) ii ও ii
(খ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
প্রদীপ রায়ের অবস্থা এতই শোচনীয় যে, ঘরের ভাঙা বেড়াটিও মেরামত করতে পারছে না। দুই সন্তান উদয় ও ঊষা স্কুলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরেই খেয়ে না- খেয়ে মাঠের দিকে দেয় ছুট। গাভী ও ছাগলটি চরানো আর বিরামহীন খেলাধুলা বিকালটা বড় আনন্দের মনে হয় তাদের।
২১। প্রদীপ রায় ও “আম-আঁটি ভেঁপু” গল্পের হরিহরের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
(ক) প্রবল বাৎসল্য
(খ) চরম দারিদ্র্য ✅
(গ) সামাজিক প্রেক্ষাপট
(ঘ) অনিশ্চিত কর্মসংস্থান
উত্তর: (খ) চরম দারিদ্র্য
২২। উদ্দীপকের উদয়-ঊষা এবং “আম-আঁটি ভেঁপু” গল্পের অপু-দুর্গা উভয়ের ক্ষেত্রেই
I. প্রেক্ষাপট অভিন্ন
Ii. দুরন্তপনা বিদ্যমান
iii. দারিদ্র্যের ছাপ অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(খ) i ও iii
(গ) ii & iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii
২৩। ‘রাখালী’ কাব্যের কবি কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) জসীমউদ্দীন ✅
(গ) নির্মলেন্দু গুন
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: (খ) জসীমউদ্দীন
২৪ । “ সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।” –কাদের সম্পর্কে কবি এমন মন্তব্য করেছেন?
I. মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারী
Ii. মাতৃভূমির প্রতি অনুরাগহীনদের
iii. প্রকৃতির প্রতি অনুরক্তদের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii ✅
(গ) ii ও iii
(খ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii
২৫। “কপোতাক্ষ নদ” কবিতার শেষ পক্তি কোনটি?
(ক) জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে!
(খ) দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
(গ) বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
(ঘ) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে ✅
উত্তর: (ঘ) লইছে যে নাম তব বঙ্গের সংগীতে
২৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
(ক) রাজা ✅
(গ) মাতা
(খ) প্ৰজা
(ঘ) সখা
উত্তর: (ক) রাজা
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
‘এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে
সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে”
২৭। উদ্দীপকটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) পল্লিজননী
(গ) আমার পরিচয়
(খ) সেইদিন এই মাঠ ✅
(ঘ) জীবন-সঙ্গীত
উত্তর: (খ) সেইদিন এই মাঠ
২৮। উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো—
I. পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য
ii.মানব জীবনের দুঃখ
iii. পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(গ) iii
(খ) ii
(ঘ) i ও iii ✅
উত্তর: (ঘ) i ও iii
২৯। নিচের কোন পঙ্ক্তিতে “প্রবোধ দেয়া” ভাব প্রকাশ পেয়েছে?
(ক) ভাসা ভাসা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে।
(খ) সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো, আই ঢাই মার প্রাণ।
(গ) বলেছে আমরা, মুসলমানের আড়ং দেখিতে নাই । ✅
(ঘ) আজও রোগে তার পথ্য জোটেনি, ওষধ হয়নি আনা।
উত্তর: (গ) বলেছে আমরা, মুসলমানের আড়ং দেখিতে নাই ।
উদ্দীপকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
সেই রেল লাইনের ধারে, মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে? নাকি ফিরবে ?
উদ্দীপকটির সাথে কোন রচনার সাদৃশ্য রয়েছে?
(ক) স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
(খ) একাত্তরের দিনগুলি
(গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা ✅
(ঘ) আমার পরিচয়
উত্তর: (গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন সমাধান ২০২৩
বিঃদ্রঃ এসএসসি ২০২৩ বাংলা ১ম পত্র পশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি একটু পর আবার ভিজিট করুন আমাদের ওয়েসাইটে ।
এই আর্টিকেলটি সাজানো হয়েছে সকল যশোর বোর্ডের শিক্ষার্থীদের নিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র সমাধান লিখিত এবং বহুনির্বাচনী এছাড়া পরীক্ষার মানবন্টন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হচ্ছে এর আর্টিকেল এর মাধ্যমে।
তো আমরা সুন্দরভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার লিখিত এবং প্রশ্নপত্রের সমাধান এর পিডিএফ আপলোড করে দিলাম। তোমরা যারা যশোর বোর্ড কর্তৃক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা আমাদের এই লেখাটি পড়ার মাধ্যমে প্রশ্নপত্র সমাধান বের করে নাও।অভিজ্ঞ শিক্ষক মন্ডলি এবং অনেক পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় প্রশ্নপত্রটি আমরা সাজিয়ে তুলেছি।
উপরোক্ত শিরোনাম দেখে বুঝতে পেরেছো আজকের আলোচনাটি রাজশাহী বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সাজানো হয়েছে।
উপরোক্ত আলোচনার মাধ্যমে তোমাদেরকে আমরা লিখিত এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান দিয়েছি এখন আমরা তোমাদের মাঝে পিডিএফ- আপলোড করে দেবো যার ফলে তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে প্রশ্নপত্র সমাধানটি মিলিয়ে নিতে পারো।
সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসো আমরা আমাদের ওয়েবসাইটে লেখা শেষ পর্যায়ে প্রশ্নপত্র সমাধানের লিখিত এবং বহুনির্বাচনী দুটির আলাদা আলাদা ভাবে পিডিএফ আপলোড করে দিয়েছি।
খুব সহজে তোমরা প্রশ্নপত্র সমাধান বের করে নিতে পারবে। আর দেরি না করে যশোর বোর্ডের সকল শিক্ষার্থীরা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সমাধান সংগ্রহ করে নাও।
এই ধরনের আরও পোষ্ট পেতে আমাদের poramorso24.com নিয়মিত ভিজিট করুন । ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ।