Sunday , January 23 2022
নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer
নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer: নবম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 Pouroniti o nagorikota assignment: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ২০২১ সালের জন্য ৬ষ্ঠ থেকে নবম শ্রেনির এসাইনমেন্ট প্রকাশ করেছে। এর আগে ১৬ মার্চ ৬ষ্ঠ থেকে নবম শ্রেনির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।

২৫ মার্চ ৬ষ্ঠ থেকে নবম শ্রেনির ২য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এ্যাসাইনমেন্ট এর যথাযথ উত্তর লিখে জমা দিবেন ০১ এপ্রিল ২০২১। এই পোস্টে ২০২১ সালের নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর এর নমুনা দেওয়া হয়েছে।

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer
নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

৯ম শ্রেনির ২য় সপ্তাহের জীব বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১

শ্রেণি: ৯ম

বিষয়: জীব বিজ্ঞান

অ্যাসাইনমেন্ট ক্রম: এ্যাসাইনমেন্ট নং-০১

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: ১ম অধ্যায়: জীবনপাঠ

পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:

জীববিজ্ঞানের ধারণা;

জীববিজ্ঞানের শাখাগুলো;

ভৌত জীববিজ্ঞান

ফলিত জীববিজ্ঞান

জীবের শ্রেণিবিন্যাস;

শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ;

দ্বিপদ নামকরণ পদ্ধতি;

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

নিচের সংকেতগুলোতে অনুসরণ করে Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীবজগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন কর এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও।

সংকেত:

(ক) নিচের বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন কর:

১। কোষের প্রকৃতি ও সংখ্যা;

২। নিউক্লিয়াসের গঠন;

৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ;

৪। কোষ বিভাজন;

৫। খাদ্যাভাস;

৬। জনন পদ্ধতি;

৭। ভ্রণ গঠন;

(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও:

১। আমগাছ;

২। আমাশয়ের জীবাণু;

৩। দোয়েল;

৪। রাইজোবিয়াম;

৫। মিউকর;

৬। সাইকাস;

৭। শামুক;

৮। অ্যাগারিকাস;

৯। নিউমোকক্কাস;

১০। স্পাইরোগাইরা;

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

এই নির্ধারিত কাজটি করার সময় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় নিতে হবে-

১। পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠায় অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে ছক তৈরি করা যেতে পারে।

২। নিজ পাঠ্যপুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে।

৩। ইন্টারনেট, পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন তথ্য নেওয়া যেতে পারে।

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

মুল্যায়ন রুবিক্স:

ক. অতি উত্তম:

১। বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক

২। বাক্য গঠন ও বানান সঠিক

৩। উপস্থাপনায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত

খ. উত্তমঃ

১। অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক

২। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান সঠিক

৩। উপস্থাপনায় অধিকাংশ ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত

গ. ভালো:

১। বিষয়বস্তু আংশিক সঠিক ও আংশিক ধারাবাহিক

২। বাক্য গঠন ও বানান আংশিক ভুল

৩। উপস্থাপনায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা উপস্থিত

ঘ. অগ্রগতি প্রয়োজন:

১। বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;

২। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান ভুল;

৩। উপস্থাপনায় নিজস্বতা ও স্বকীয়তার অভাব;

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

৯ম শ্রেনির ২য় সপ্তাহের জীব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর এখান থেকে শুরু

উত্তর : Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীব জগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন করা হল ।

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer
নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer
Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীব জগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছক
উত্তরটি উপরের ছক আকারে দেওয়ার চেষ্টা করবেন। না পারলে নিচের মত অনুস্বরণ করতে পারেন ।

মনেরা

১. এর এককোষী । ফিলামেন্টাস, কলোনিয়াল ।

২. নিউক্লিয়াসেnক্রোমাটিন বস্তু থাকে কিন্তু। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই।

৩, এদের কোষে।প্লাস্টিড,মাইটোকন্ড্রিয়া, এন্ডােপ্লাজমিক জালিকা নেই, কিন্তু। রাইবােসােম আছে।

৪. দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।

৫. শশাষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং পরভােজী।

৬. অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।

৭. ভূণ গঠিত হয় না। আমাশয়ের জীবাণু নিউমােকক্কাস

প্রােটিস্টা

১. এরা এককোষী ও বহুকোষী।

২. নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।

৩. কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।

৪. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়।

৫. শােষণ ও ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ ঘটে। এরা পরভােজী এবং স্বভােজী।

৬. যৌন ও অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি। করে।

৭.ভূণ গঠিত হয় না। রাইজোবিয়াম

ফানজাই

১.এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।

২. নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।

৩. প্লাস্টিড ছাড়া সকল ধরণের অঙ্গাণু থেকে।

৪. অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়।

৫. শশাষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং মৃতজীবী বা পরজীবী বা মিথােজীবী।

৬. অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।

৭. ভূণ গঠিত হয় না। মিউকর অ্যাগারিকাস

প্লানটি

১. এরা বহুকোষী।

২. নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।

৩. কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।

৪. মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়ােসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়।

৫.স্বভােজী বা নিজের খাদ্য নিজে তৈরি করে।

৬. যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।

৭. ভূণ গঠিত হয় আমগাছ। সাইকাস স্পাইরােগাইরা

অ্যানিমেলিয়া

১. এরা বহুকোষী।

২. নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু। থাকে, নিউক্লিয়ার পর্দা আবৃত এবং নিউক্লিওলাস থাকে।

৩. কোষে প্লাস্টিড, কোষপ্রাচীর ও কোষগহ্বর ছাড়া সকল ধরনের অঙ্গাণু থাকে।

৪. মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়ােসিস প্রক্রিয়ায় জননকোষ বিভাজিত হয়।

৫.হেটারােট্রফিক অর্থাৎ পরভােজী।

৬. যৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে।

৭. ভূণ গঠিত হয়। দোয়েল, শামুক

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

মনে রাখবেন উপরোক্ত নমুনা উত্তরগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নির্ধারিত বিষয়ের উপর ধারণা প্রদান করা । ধারণা নেওয়ার পর অবশ্যই নিজের মত করে এসাইনমেন্ট লেখার চেষ্টা করবেন ।

৯ম শ্রেনি ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও উত্তর
৯ম শ্রেণির ১ম সপ্তাহের সকল এসাইনমেন্ট উত্তর ২০২১ উত্তর পেতে এখানে ক্লিক করুন
৯ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ উত্তর পেতে এখানে ক্লিক করুন
৯ম শ্রেণির এসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্বপরিচয় উত্তর উত্তর পেতে এখানে ক্লিক করুন
৯ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ উত্তর পেতে এখানে ক্লিক করুন

এ্যাসাইনমেন্ট এর সকল তথ্য সমাধান ও আপডেট নোটিশ পেতে আমাদের পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১। Class 9 biology assignment answer

নবম শ্রেণি জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

৯ম শ্রেনি এসাইনমেন্ট উত্তর জীব বিজ্ঞান

About Tips Center

Check Also

কৃষি শিক্ষা এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি উত্তর |ষষ্ঠ সপ্তাহ| class 6 agriculture assignment answer 6th week

ষষ্ঠ শ্রেণি কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর |ষষ্ঠ সপ্তাহ| class 6 agriculture assignment answer 6th week

কৃষি শিক্ষা এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি উত্তর |ষষ্ঠ সপ্তাহ| class 6 agriculture assignment answer 6th week: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *