চাকরির ভাইভার দিনের পূর্বপ্রস্তুতি

চাকরির ভাইভার দিনের পূর্বপ্রস্তুতি- Job interview

একটি চাকরি পাওয়ার কিংবা না পাওয়া অনেকখানি চাকরির ভাইভা (Job interview) এর উপর নির্ভর করে। চাকরির প্রিলিমিনারি (MCQ) বা লিখিত পরিক্ষায় উত্তির্ণ হওয়ার পর ভাইভার জন্য ভালো প্রস্তুতি নেওয়া উচিত।

চাকরির ভাইভা (Job interview) এর পূর্বপ্রস্তুতিসমূহ

  • নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই প্রস্তুতি সেরে ফেলতে হবে।
  • যেসব কাগজপত্র বাের্ডের সামনে পেশ করতে হবে সেগুলাে, প্রবেশপত্র (Interview Card), বিভিন্ন সার্টিফিকেটের মূল কপি এবং অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্র পূর্বেই গুছিয়ে নিতে হবে।
  • চুল-নখ, দাড়ি-গোঁফ কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নেয়া উচিত।
  • পােশাক-আশাক পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া আবশ্যক। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানানসই পােশাক মনে প্রফুল্লতা আনে, আত্মবিশ্বাস বাড়ায় এবং পরীক্ষকের মনেও রেখাপাত করে। পােশাক খুব রং-চংয়ে বা চটুল না হওয়া ভালাে। তবে মৌসুম অনুযায়ী মানানসই যে কোনাে পােশাক পরিধান করা যায়।
  • সম্ভব হলে ঐ দিনের প্রধান প্রধান দৈনিক পত্রিকার মূল বিষয়গুলাে একবার দেখে নেয়া ভালাে।
  • নির্দিষ্ট সময়ের অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌছা উচিত।
  • সাহস ও মনােবল সহকারে ভাইভা বাের্ডের মুখােমুখি হওয়া উচিত। পরীক্ষার বিষয়ে অযথা ভয় পাওয়া উচিত নয়। নার্ভাস অনুভব করলে অনেক সময় জানা উত্তরও এলােমেলাে হয়ে যায়। তাই বাের্ডে যাওয়ার আগে নার্ভাস না হয়ে স্মার্টনেসের সঙ্গে সবকিছু মােকাবিলায় সচেষ্ট হতে হবে।
  • সবচেয়ে বড় কথা হলাে, ভাইভা বাের্ডের সদস্যবৃন্দের মনে যেন আপনার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়।
একটি চাকরির ভাইভা আপনাকে পৌঁছাতে পারে আপনার কাঙ্খিত লক্ষ্যে। তাই চাকরির ভাইভার (Job interview) জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বজায় রাখুন। আমাদের এ প্রকাশিত আজকের এই পোস্টটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে । তাহলে শেয়ার করে আপনার প্রিয়জন বা বন্ধুদের দেখার সুযোগ করে দিন।

আপনার খোঁজা যে বিষয়গুলো এই পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে:

ভাইভা প্রস্তুতি, প্রাইমারি ভাইভা প্রস্তুতি, বিসিএস ভাইভা প্রস্তুতি, ভাইভা পরীক্ষার প্রস্তুতি, ব্যাংক ভাইভা প্রস্তুতি, নিবন্ধন ভাইভা প্রস্তুতি, প্রাথমিক ভাইভা প্রস্তুতি, প্রাথমিকের ভাইভা প্রস্তুতি, সরকারি চাকরির ভাইভা প্রস্তুতি, চাকরির ভাইভা প্রস্তুতি, প্রাইমারি ভাইভা পরীক্ষার প্রস্তুতি।