এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সমাধান ২০২২ | Ssc bangla 1st paper mcq answer 2022: সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং তোমাদের এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষাটি খুব ভালো হয়েছে। তোমরা যারা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সমাধান নিয়ে দ্বিধায় ভুগছ, তোমাদের জন্য আমরা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সমাধান নিয়ে হাজির হয়েছি।
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সমাধান ২০২২ | Ssc bangla 1st paper mcq answer 2022
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সমাধান ২০২২ | Ssc bangla 1st paper mcq answer 202
১. ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞরা নিমগাছের কোনটির পক্ষে বলেন?
২। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে “সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব।”—বাক্যে ‘পাপমুক্ত’ বলতে কী বোঝানো হয়েছে? – সর্ববিষয়ে জ্ঞান অর্জন
৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে ‘ভ্রান্তির ছলনা কোনটি? – মায়া-মন্ত্রধ্বনি
৪। ‘মানুষ’ কবিতার কোন চরণটিতে ডুখারির ক্ষোভ প্রকাশ পেয়েছে? – ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!
৫। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? – নূরনামা
৬। ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে? – লাটাই
৭। ‘প্রবাস বন্ধু’ গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?
৮। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় এতিম হলো—
i. সাকিনা বিবি
ii. হরিদাসী
iii. অবুঝ শিশু
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) i ও ii
(ঘ) ii ও iii
গ/চিহ্ন দেয়া যাবে না।
৯। ‘ওই যে বাড়িগুলো পুড়িয়েছিস, এটাও যুদ্ধ।’ বুধাকে এ কথাটি কে বলেছেন?
১০। দুর্গা সুব নিচু করিয়া বলিল, ‘মা ঘাট থেকে আসেনি তো ? দুর্গার এ কথায় কী প্রকাশ পেয়েছে?
১১। “ব্যবসায়ী হামিদকে অপহরণ করে বুকে পিস্তল ঠেকিয়ে জাল দলিলে স্বাক্ষর নেয় এলাকার সন্ত্রাসী।” উদ্দীপকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন ঘটনাকে ইঙ্গিত করে?
১২। ‘ছন্দোবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে, যা লিখিত হয় তাকে বলা হয়—
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : বেদখল হয়ে যাচ্ছে তাহের চৌধুরীর অনেক জমি। তিনি জমি রক্ষায় আদালতে যান। মামলা চালানোর জন্য তিনি দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছ থেকে টাকা ধার চান। কিন্তু কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হন।
১৩। উদ্দীপকের তাহের চৌধুরীর সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
১৪। কেরামত মিয়া যে বৈশিষ্ট্যের কারণে বহিপীরের প্রতিনিধিত্ব করছে
i. সুযোগ সন্ধানী মনোভাব
ii. অর্থের প্রতি লোভ
iii. স্বার্থপর মনোবৃত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও iii
(ঘ) ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
উদ্দিন অসুস্থ বা দেখে পারেন না। সুস্থ হয়ে ফিরে এসে দেখেন, কর্মচারী মোহন নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে প্রতিষ্ঠানে মুনাফা বৃদ্ধি করেছেন।
১৫। নিচের কোন চরণে উদ্দীপকের মোহনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে ‘মেলে’
(খ) কাজ নিয়েছে সে নতুন খবর আনার
(গ) বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে
(ঘ) আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়
১৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমাম কোন নামে সংবাদ পাঠ করতেন?
১৭। ‘ধবজা’ অর্থ কী?
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
অংশ এক:
অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।
অংশ দুই:
ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।
১৮। মহানবি (স.) এর কোন কথায় উদ্দীপকের অংশ এক-এর ভাবটি ফুটে উঠেছে?
১৯। উদ্দীপকের অংশ দুই-এ মহানবি (স.) এর যে গুণটি ফুটে উঠেছে-
i. সাম্য
ii. মানবতা
iii. মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২০। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় ‘লালসালু’ কীসের প্রতীক?
২১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে?
২২। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে। রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে?
উদ্দীপকটি পড়ে ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
কোভিড-১৯ এ পরিবারের সকলকে হারিয়ে ফরিদ শোকে স্তব্ধ। তবুও সে মনোবল হারায় না, নতুন করে বাঁচার চেষ্টা করে।
২৩। উদ্দীপকের ফরিন ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ?
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
অংশ একঃ
পরের কারণে মরণের সুখ; ‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,
যতই কাঁদিবে, ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার।
অংশ দুইঃ
কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া সমর অজ্ঞান সংসার এই,
যাও বীরবেশে কর গিয়া রণ: যে জিনিবে সুখ লভিবে সে-ই।
২৪। উদ্দীপকের অংশ এক-এর ভাবটি নিচের কোন চরণে ফুঠে উঠেছে?
(ক) কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়
(খ) করো না সুখের আশ, পরো না দুখের ফাঁস
(গ) মানব জনম সার, এমন পাবে না আর
(ঘ) সহায় সম্পদ বল, সকলি গুচায় কাল
২৫। উদ্দীপকের অংশ দুই এর বক্তব্যটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে ভাবটির সাথে সংগ্রামশীলতা সাদৃশ্যপূর্ণ-
i. সংগ্রামশীলতা
ii. জীবনের ক্ষণস্থায়িত্ব
iii. কর্মোদ্দীপনা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i ও iii
২৬। ‘মমতাদি’ গল্পে ছেলেটির মুখে, ‘বামুনদি’ ডাকশুনে মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন?
২৭। ‘আমার পরিচয়’ কবিতায় কবি আমাদের লোক-সাহিত্যের ঐতিহ্য বোঝাতে উল্লেখ করেছেন—
i. কমলার দীঘি
ii. মহুয়ার পালা
iii. চর্যাপদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৮। ‘সুভা’ গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
২৯। চিকিৎসার অজুহাতে কে শহরে গিয়েছিলেন?
৩০। রানির বুধাকে কাকতাড়ুয়া খেলা খেলতে নিষেধ করার কারণ কী?