এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC Bangla Suggestion 2023

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC Bangla Suggestion 2023: এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ তোমরা যারা যারা এখন ও বাংলা বই এইচএসসি পরীক্ষার জন্য কম্পিলিট করো নাই পরীক্ষার আগেই সমাপ্ত করে পুরাপুরি এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আর এই পোস্টে আমরা এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ চূড়ান্ত সকল বোর্ডের জন্য স্পেশালভাবে নিয়ে এসেছি। এইচএসসি বাংলা ১ম পত্রের আগে সকল গদ্য ও পদ্য সমূহের লেখকের নাম ও পাঠ পরিচিতি ভালো করে পড়ে নিবে।

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন

গদ্য গুলোপদ্যগুলো
১.অপরিচিতা১.সোনার তরী
২.বিলাসী২.বিদ্রোহী
৩.আমার পথ৩.প্রতিদান
৪.মানব কল্যান ৪.তাহারেই পড়ে মনে
৫.মাসি পিসি৫.আঠারো বছর বয়স
৬.বায়ান্নর দিনগুলো৬.ফেব্রুয়ারি ১৯৬৯
৭.রেইনকোট৭.আমি কিংবদন্তির কথা বলছি

আরও পড়ুন: তাহারেই পড়ে মনে কবিতার বহুনির্বাচনি – taharei pore mone kobita hsc mcq

এইচএসসি পরিক্ষার্থীর জন্য আমাদের পেজে প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে যাবো আপনারা এই পেজে ভিজিট করুন। আমাদের হোম পেজটিতে অবশ্যই ভিজিট করবেন, সেখানে অনেক গুরুত্বপুর্ণ আলোচনা করা আছে তাই ঘুরে আসুন।

এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার সাজেশন ২০২৩

১৭ ই আগস্ট ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ২০২৩ এর পরীক্ষা। উক্ত পরীক্ষাটি সাধারণ নয়টি শিক্ষা বোর্ডসহ একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা।

যেখানে ১৩ লক্ষ ৭৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে একই সঙ্গে। প্রথমেই বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা এ কারণে শিক্ষার্থীদের একটু নার্ভাস থাকে কারণ প্রথম দিনে পরীক্ষা কেমন হবে হলের কন্ডিশন কি রকম হবে এসব বিষয়ে। যার জন্যই প্রথম বিষয়ের পরীক্ষায় প্রস্তুতি একটু বেশি গ্রহণ করতে হয়। বাংলা প্রথম পত্র সকলের জন্য আবশ্যিক একটি বিষয়।

HSC Bangla Suggestion 2023

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

যে কারণেই ২০২২ সালে করোনা মারি ভাইরাসের কারণে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ২০২৩এ সম্পন্ন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ঠিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীদের পড়াশোনা অনেক চাপ বেড়েছে।

যার জন্য তারা চাচ্ছে সংক্ষিপ্ত পরিসরে কিছু সাজেশন যেটা এখান থেকে পড়াশোনা করে ৮০ থেকে ৯০ নম্বর প্রশ্ন যেন কমন পড়ে। আর আমরা আপনাদের কথা মাথায় রেখেই বাংলা ১ম পত্রের সাজেশন নেই পড়বে উপস্থিত হয়েছি।

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

HSC 2023 Bangla 1st Paper MCQ Suggestion | এইচএসসি ২০২৩ বাংলা ১ম পত্র MCQ সাজেশন

এইচএসসি বন্ধুরা আশা করি বাংলা ১ম পত্রের সৃজনশীল অংশের সাজেশন দেখা হয়েছে। এখন আমরা বাংলা ১ম পত্রের নৈবত্তিক MCQ সাজেশন দিয়েছি। পড়ে নাও এখনই। MCQ সাজেশনটি তোমাদের সুবিধায় pdf আকারে দেওয়া হয়েছে। mcq সাজেশনটি ডাউনলোড করে নাও। যেকোন সময় পড়তে পারবে।

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পত্র MCQ সাজেশন দেখুন

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ প্রকাশ করেছি। আশা করি আজকের সাজেশনটি তোমাদের ভাল লেগেছে। এবং মনে করি ২০২৩ সালে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১০০% কমন থাকবে। তো সবার শুভ কামনা করে এখানে শেষ করছি। ধন্যাবাদ সবাইকে।

এইচএসসি বাংলা সাজেশন ২০২৩

প্রিয় পাঠক আশা করি বিরক্ত হচ্ছেন না। এখানে আমরা তোমাদের বাংলা ১ম পত্র পরীক্ষা ভালো করতে যা যা দরকার সকল বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখন আমরা এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন হবে।

এইচএসসি বাংলা ১ম পত্র মানবন্টন

২০২৩ সালের এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ০৯টি প্রশ্ন থাকবে। তবে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন থাকবে তা দেখে নাও ।

  • ১. গদ্য থেকে সৃজনশীল থাকবে- ৪টি
  • ২. পদ্য থেকে সৃজনশীল থাকবে – ৩টি
  • ৩. উপন্যাস থেকে সৃজনশীল থাকবে – ২টি
  • ৪. নাটক থেকে সৃজনশীল থাকবে – ২টি

এইচএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় যেভাবে উত্তর লিখবে

বাংলা পরিক্ষায় তোমাকে মোট ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা চাইলেই যেকোন জায়গা থেকে ০৭টি প্রশ্নের উত্তর দিলে ভুল করবে এবং পরিক্ষায় ফেল করতে পারো। তাই নিম্নের নিয়ম ফলো কর…

যে ভাবে উত্তর দিতে হবেঃ-

  • গদ্য থেকে ২ টি
  • পদ্য থেকে ২ টি
  • নাটক থেকে ১টি
  • উপন্যাস থেকে ১ টি
  • আর ১ টি যে কোন বিভগ থেকে দেওয়া যাবে।

এইচএসসি বাংলা ১ম পত্র গদ্য সাজেশন ২০২৩

তোমরা যদি নিচের ৫টি গদ্য পড়ে শেষ করতে পারো। আশা করি এবার পরীক্ষায় গদ্য অংশ নিয়ে চিন্তা করতে হবে না।

যে গদ্যগুলো পড়তে হবেঃ-

  • ১। অপরিচিতা
  • ২। বিলাসী
  • ৩। মাসি-পিসি
  • ৪। রেইনকোট
  • ৫। বায়ান্নর দিনগুলো

এইচএসসি বাংলা ১ম পত্র পদ্য সাজেশন ২০২৩

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩

২০২৩ সালে মাত্র ০৫টি পদ্য পড়লেই আশা করি এবার পরীক্ষায় কমন থাকবে ১০০%।

যে পদ্যগুলো পড়তে হবেঃ-

  • ১। আঠারো বছর বয়স
  • ২। তাহারেই মনে পড়ে যাই
  • ৩। প্রতিদান
  • ৪। ফেব্রুয়ারি ১৯৬৯
  • ৫। বিদ্রোহী

বাংলা প্রথম পত্র কবিতা সাজেশন

বিদ্রোহী
প্রতিদান
18 বছর বয়স
আমি কিংবদন্তির কথা বলছি
কম গুরুত্বপূর্ণ
সোনার তরী
তাহারে মনে পড়ে
ফেব্রুয়ারি ১৯৬৯

এছাড়া নাটক এবং উপন্যাস শিক্ষার্থীদের পড়তে হবে। যেখানে নাটক রয়েছে সিরাজউদ্দৌলা এবং উপন্যাস রয়েছে লালসালু

এখানে নাটক থেকে দুইটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং উপন্যাস থেকে দুটি প্রশ্ন আসবে

একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এছাড়া শিক্ষার্থীদের আরো একটি সৃজনশীল প্রশ্ন যে কোন বিভাগ থেকে দিতে পারবে।

আশা করি আমাদের দেওয়া সাজেশন দেখে আপনাদের উপকৃত বোধ হয়েছেন। আমাদের সাজেশন গুলো পড়লে আশা করি A+ পাবেন। পাশাপাশি এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাজেশন ও পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের ওয়েবসাইট লগইন করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। কারন আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশনসহ পরীক্ষা শেষে প্রশ্নের সমাধান দিয়ে থাকি। সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

এই ধরনের আরও পোষ্ট পেতে আমাদের poramorso24.com নিয়মিত ভিজিট করুন । ধর্যসহকারে পড়ার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন