আপনারা যারা চাকরির ভাইভা পরীক্ষা দেওয়ার ডাক পেয়েছেন। ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে বুঝতে পারছেন না কেমন হবে ভাইভা প্রশ্ন ও উত্তর। তাদের আমাদের আজকের ভাইভা টিপস। একটি ভাইভা নমুনা হিসেবে দেওয়া হয়েছে।
ভাইভা প্রশ্ন ও উত্তর
প্রার্থী: আসসালামু আলাইকুম । ভিতরে আসতে পারি, স্যার?
বাের্ড চেয়ারম্যান : ওয়াআলাইকুমুস সালাম। আসুন, বসুন। আপনার নাম কি?
প্রার্থী: ইমদাদুল হক।
বাের্ড চেয়ারম্যান : আপনার নামে একজন প্রখ্যাত সাহিত্যিক রয়েছেন, তার একটি উপন্যাসের নাম বলুন।
প্রার্থী: তার বিখ্যাত উপন্যাস ‘আবদুল্লাহ।
পরীক্ষক-১ : আপনি কোন বিষয়ে শিক্ষালাভ করেছেন?
প্রার্থী : আমি শিক্ষায় মাস্টার্স (M.Ed) ডিগ্রি লাভ করেছি।
পরীক্ষক-১ : আচ্ছা বলুনতাে শিক্ষা কি?
প্রার্থী : সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই হলাে শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।
পরীক্ষক-১ : প্রান্তিক যােগ্যতা কি?
প্রার্থী: প্রাথমিক স্তরে শিক্ষালাভ শেষে একটি শিশুর যতটুকু আচরণিক পরিবর্তন হবে, জ্ঞান-দক্ষতা-দৃষ্টিভঙ্গি ও মূল্যবােধের বিকাশ ঘটবে, তাই হচ্ছে ঐ স্তরে অর্জন উপযােগী যােগ্যতা বা প্রান্তিক যােগ্যতা।
পরীক্ষক-১ : বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কয়টি প্রান্তিক যােগ্যতা নির্ধারণ করা হয়েছে?
প্রার্থী: ৫০টি (পূর্বে ছিল ৫৩টি)।
পরীক্ষক-১ : আপনি কেন শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান?
প্রার্থী: শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যােগদান করলে নিজ বাড়িতে থেকে চাকরি করার সুযােগ পাওয়া যাবে যা অন্য অধিকাংশ চাকরির ক্ষেত্রে সম্ভব নয়। আরও নানাবিধ কারণে আমি শিক্ষকতাকে পেশা হিসেবে পছন্দ করি।
পরীক্ষক-১ : একটি ইংরেজি বাক্য শুদ্ধভাবে লিখতে হলে কোন বিষয়টির দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত বলে আপনি মনে করেন?
প্রার্থী : আমার দৃষ্টিতে একটি ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Tense। কাজেই ইংরেজি বাক্য শুদ্ধভাবে লিখতে হলে বাক্যের Tense-এর দিকেই সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত।
পরীক্ষক-২: ইংরেজি বাক্যের ক্ষেত্রে Tense এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি?
প্রার্থী : কারণ ইংরেজি বাক্য গঠন, পরিবর্তন বা সংযােজন সব ক্ষেত্রেই Tense-এর প্রয়ােজন হয়।
পরীক্ষক-২: বলুন তাে Deer এর plural form কি?
প্রার্থী : Deer-এর Singular ও Plural form একই অর্থাৎ Deer.
পরীক্ষক-২: আপনি জানেন কি Deer এর স্ত্রীলিঙ্গ কি হবে?
প্রার্থী : জী স্যার, Doe.
পরীক্ষক-২: ‘Nomenclature’ শব্দটির বাংলা অর্থ কি?
প্রার্থী : পরিভাষা বা নামকরণ পদ্ধতি।
পরীক্ষক-২: ইংরেজি ভাষা থেকে আগত কয়েকটি বাংলা শব্দের নাম বলুন।
প্রার্থী : চেম্বার, হাসপাতাল, বিস্কুট ইত্যাদি।
পরীক্ষক-২: ভারতীয় মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করেন কে?
প্রার্থী : ভারতীয় মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফ এক অনন্য ভূমিকা পালন করেন।
বাের্ড চেয়ারম্যান : আপনি আসুন। আপনাকে ধন্যবাদ।।
প্রার্থী : আপনাদের সবাইকে ধন্যবাদ।
বিশেষ দ্রষ্টব্য: এটি একটি চাকরির নমুনা ভাইভা মাত্র। আপনার চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকরে যে এমনি প্রশ্ন আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে প্রশ্নের ধরণ এবং সম্ভাব্য উত্তরগুলো এমনি। পরীক্ষকের প্রশ্নের উত্তরগুলো আপনি আপনার মত করে আরও দক্ষতার সহিত প্রদান করতে পারেন।
আপনার চাকরির ভাইভা পরীক্ষায় প্রশ্ন ও উত্তরগুলো ছাড়াও আমাদের চাকরির ভাইভা টিপসগুলো দেখে নিতে পারেন। চাকরির ভাইভা পরীক্ষাতে ভালো করার জন্য ভাইভার দিনের পূর্বপ্রস্তুতিও কম গুরুত্বপূর্ণ নয়। আপনার ভালো প্রস্তুতি আপনার মনোবল ও আত্মবিশ্বাসে দৃঢ়তা আনবে। যা আপনার কাঙ্খিত সাফল্যে আপনাকে পৌছে দিতে সহায়ক হবে। আজকের চাকরির ভাইভা প্রশ্ন ও উত্তর পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বা প্রিয়জনদের পড়ার সুযোগ করে দেবেন।
এই ভাইভা প্রশ্ন ও উত্তর কার জন্য
আজকের এই ভাইভা প্রশ্ন ও উত্তর মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভার জন্য। তবে প্রাইমারী শিক্ষক নিয়োগ ছাড়াও অন্যান্য পরিক্ষা যেমন, ব্যাংক জব ভাইভা, শিক্ষক নিবন্ধন, অফিস সহকারী, এনজিও চাকরিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির ইন্টারভিউয়ের জন্যও প্রাথমিক কিছু প্রশ্ন উপকারে আসতে পারে।